এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন বিল্ডিং এর কাজ নিরাপত্তার বেষ্টনী ছাড়াই চলছিল। উপর থেকে রড ছিটকে পড়ে তোষা মনির( ৮) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
আজ রবিবার ৩০ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিটের সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী শাহ আলসহ অনেকেই জানান, নির্মাণাধীন বিল্ডিং এর কাজের জন্য
৩ তলায় রড উঠানোর কাজে শ্রমিক কম লাগাতে, রশি বেঁধে রড উপরে নিয়ে যাওয়ার সময়, ছিটকে পড়ে তোষা মনির মাথায়, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনা
টিকাদারের অবহেলা, ও নির্মাণাধীন বিল্ডিং এর কাজ নিরাপত্তার বেষ্টনী ছাড়াই করার কারণে নিহত তোষা মনি( ৮) অকালেই চলে গেল।
নিহত তোষা মনি( ৮) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেন মেয়ে। নিহত তোষা মনি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
স্থানীয় ও এলাকায় আরও জানান, নিহত তোষা মনি বিদ্যালয়ের শিক্ষার্থী ক্লাস রুমে প্রবেশ এর সময় রডটি মাথায় আঘাত করে।
সাথে সাথে মাটিতেলুটিয়ে পড়ে।
দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মির্জা রিয়াদ
মৃত্যু ঘোষণা করেন। তিনি আরও আপনার নিয়ে আসার পূর্বেই মারা গেছে।
প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ খান বলেন,নির্মাণাধীন বিল্ডিং এর কাজ করার পূর্বেই, নিরাপত্তার বেষ্টনী প্রয়োজন। এতে শ্রমিকসহ পথচারীদের সুরক্ষা নিশ্চিত হয়। অন্যথায় অসাবধানতার কারণে এ সব দুর্ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের তোষা মনির চোরত হাল তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি আরও বলেন
ঠিকাদারের অবহেলার কারণে,
দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিক ভাবে ধারণা করছি। প্রতিটি নির্মাণাধীন বিল্ডিং এর কাজ করার পূর্বে নিরাপত্তার বেষ্টনী প্রয়োজন। কিন্তু নিরাপত্তার বেষ্টনী ছাড়াই তিনি কি করে
৩ তলা ভবনের কাজ শুরু করলে, অবাক লাগে।