শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর থানার 'নবাগত ওসি' শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন অপরাধ দমনে, শ্রীপুর বাজারে গণসংযোগ করেন।
বুধবার( ১নম্ভেবর) সন্ধ্যার সময় উপজেলার
উত্তর শ্রীপুর ইউনিয়নের,শ্রীপুর বাজারের (মধ্যস্থল) ডিপুটি কমান্ডার( প্রয়াত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল আখঞ্জী'র ঘরে সামনে, অপরাধ দমন, গণ সংযোগ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি (ইনচার্জ) সজীব দেব রায় এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর থানার (নবাগত) কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
থানার তদন্ত (ওসি) কাওসার আহমেদ।
এসময় নবাগত (ওসি) তাঁর বক্তব্যে বলেন,আমরা (প্রায়) সকাল বেলায় বেড় হয়েছি,একাধিক স্থানে অপরাধ দমনে,পথ সভা করেছি, আমাদের একটাই ম্যাসেজ, একটাই উদ্দেশ্য, দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা স্থানীয় ভাবে অশান্তিতে না পড়ি, কারণ এই শ্রীপুর বাজার একটা রিমোট এলাকা, আপনারা যাতে এ বিষয়ে না জড়ান, এমন বিষয়ে আইন শৃঙ্খলার অবনতি হলে, আমরা কাউকে ছাড় দিবনা। কোন ধরনের উশৃংখল আচরণ দেখানো যাবে না। তিনি আরও বলেন, চোরি মাদকদ্রব্য, জুয়া এ ধরনের কর্মকাণ্ডের যাঁরা যাঁরা জড়িত, তাদের সব আমলনামার ইনফরমেশন আমাদের কাছে আছে । এছাড়াও গরু চোরি প্রতিরোধে, উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এবং চোরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সময় থাকতে ভাল হয়ে যান।
এসময়, তাহিরপুর থানার এস,আই হেলাল, এসআই আরেফিন, এএসআইসহ পুলিশ সদস্য বৃন্দ,৮নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামনূর আখঞ্জী, সাংবাদিক রাজু আহমেদ রমজান, শামছুল আলম আখঞ্জী, আবু জাহান তালুকদার, মুরাদ মিয়া, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক পাল, শ্রীপুর বাজার সমিতির সহসভাপতি আলম মিয়াসহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
https://youtu.be/djlaax5qLeQ?si=XByaBSgvFZVE-0gW
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।