শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে,মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে, অবৈধ মৎস্য সরঞ্জাম আটক করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (১৬ই জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শনির, মাটিয়ান হাওরে,মোবাইল কোর্ট পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। এ অভিযান চলা কালে নিষিদ্ধ মৎস্য সরঞ্জাম আটক করা হয়। এতে রয়েছে, ৬শত কোনাজাল,৬শত মিটার কারেন্ট জাল, ও ৪টি চায়না দুয়ারি জাল। তার আনুমানিক পরিমাণ ২লক্ষ টাকা।
জব্দকৃত অবৈধ মৎস্য সরঞ্জাম জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।
অভিযানে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ইউসুফ, থানার পুলিশ বাহিনী সদস্য বৃন্দ প্রমুখ।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, মৎস্য প্রজন্ম রক্ষায়, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।