শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
সংবাদদাতা:- মেঘালয়ের সীমান্ত ঘেঁষা এক জনপদের নাম তাহিরপুর উপজেলা। হাওর-বাওর,নদ- নদী, খাল-বিল, ডোবা-নালা, নিয়ে গঠিত এই জনপদে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে,তার সাথে উতরাইলা হিমেল বাতাস প্রবাহিত,নেই সূর্যের আলো, এর ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে, তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে দ্বারস্থ আগুনের তাপ নিতে হাওরাঞ্চলের মানুষ।
রবিবার, সোমবার,ও মঙ্গলবারে এই পরিস্থিতি আরও প্রকট রুপ নিয়েছে। সরকার বেসরকারি, প্রাইভেট সংস্থার লোকবল কর্মক্ষেত্রের লোকজন কর্মপালনে স্থবিরতা
লক্ষ্যন দেখা দেখা গেছে।
সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রকোপ অসহনীয় হয়ে ওঠে।
কয়লা, চুনাপাথর, কৃষি শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে কর্মস্থল পরিত্যাগ করে চলে যাচ্ছে।
কৃষক শাহীন আখঞ্জী জানান, মাটিয়ান হাওরের বোর ধানের চারা ক্ষেতে নিতে গিয়ে কুয়াশা আর বাতাস লেগে আমি অসুস্থ হয়ে পড়েছি। রোপণ কাজ রেখেই চলে এসেছি। দরিদ্র লোক জন পরিবার ভরণপোষণে পড়েছেন বিপাকে।
শ্রীপুর বাজারের চায়ের দোকানদার তোফাজ্জল হোসেন বলেন, অধিক ঠান্ডা পড়ার কারণে সন্ধ্যার পরপরেই লোকজন
বাজার থেকে চলে যায়। একারণে বেচাকেনা কমে যাচ্ছে। এভাবে চলমান থাকলে আমাদের ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে।
লোক জন বাজারে থাকলে চা বিক্রয় হয়।লোকজনচলে গেলে তৈরি চা নষ্ট হয়ে যায়।
এতে আমাদের লাভের অংশ ঠিকেই না পুঁজি নিয়ে বাঁচা দায়।
বিত্তবানরা শীতবস্ত্র পড়ে,তীব্র শীত থেকে বাচঁতে পারলেও, হতদরিদ্র, ছিন্নমূল মানুষগুলো শীতের প্রকোপে অতিষ্ঠ হয়ে ওঠে। ঠান্ডার প্রকোপে পড়ে রোগ ব্যধিতে আক্রান্ত হয়,অন্য দিগে অর্থ সংকট পড়ে।
অনাহারে অর্ধাহারে দিনযাপন করতে হয়। শীত বস্ত্রের জন্য হাহাকার করে।
তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান বলেন, শীতের তীব্রতা বেড়েছে, তবে
রোগীর তেমন বাড়েনি, যারা অসুস্থ হয়ে আসেন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে যান। তবে শীতের তীব্রতা চলমান থাকলে, ঠান্ডার প্রকোপে সর্দি কাশি,জ্বরের রোগীর সংখ্যা বাড়তে পারে।