সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় স্টিল বডির ধাক্কায় নৌকাডুবিতে দুই শ্রমিকের মৃত্যু, এ-র সাথে আর-ও দুই শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার(৩ডিসেম্বর)সকালে উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় এই ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকরা উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নুরুল আমিন(২৭)একই গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদের ছেলে সামায়ুন কবির(২৯)।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানাযায় শনিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামে হতে নিহত দুই ব্যক্তিসহ একদল শ্রমিক উপজেলার যাদুকাটা নদীতে বারকী নৌকা নিয়ে কাজ করতে যায়,কাজ শেষে বাড়ি ফেরার পথে যাদুকাটা নদীর জামাইল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি স্টিল বডি ওই শ্রমিকদের বারকী নৌকাকে ধাক্কা দেয়, এতে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া নৌকার শ্রমিকদের উদ্ধার করলেও নৌকায় থাকা নুরুল আমিন ও সামায়ুন কবির নামের দুই শ্রমিককে খুঁজে পায়নি স্থানীয় উদ্ধারকারীরা।এসময় সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান,লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর কার্য শেষে নিহত দের পরিবারের লোকজনের কাছে লাশ দুটো হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ঘাতক স্টিল বডি কে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতূদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি।