এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের সক্রিয় অভিযানে, চোরাই কারবারির, অবৈধ কয়লার চালানসহ ২টি স্টিল বডি নৌকা আটক করেছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (২৬নম্ভেবর) সকাল ৭টার সময় , গোপন সংবাদের ভিত্তিতে, এস আই নাজমুল হক এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে,বিশেষ অভিযান পরিচালনা করে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর গ্রামের পূর্ব দিক পাটলাই নদী থেকে ও একই উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটা বুকা নামক স্থান থেকে চোরাইকারবারির অবৈধ কয়লার চালানসহ ২টি স্টিলবডি নৌকা পরিত্যক্ত অবস্থায় আটক করেন তিনি। আটককৃত চোরাই কয়লার আনুমানিক পরিমাণ হবে ৩৮ মেঃটন।
এ ব্যাপারে তাহিরপুর থানার এস, আই নাজমুল হক বলেন, চোরা চালানির অবৈধ মালামাল পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়েই দ্রুত ঘটনার স্থলে গিয়ে দেখি পরিত্যক্ত অবস্থায় ২টি স্টিল বডি নৌকা বোঝাই অবৈধ কয়লা, সাথে সাথে জব্দ করে থানায় নিয়ে এসেছি। অভিযানের টের পেয়ে চোরাই কারবারিরা পালিয়ে গেছে । আটককৃত কয়লার পরিমাণ হবে প্রায় ৩৮ মেঃটন।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় ৩৮ মেঃ টন অবৈধ কয়লা জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন আনুগত্য ব্যবস্থা গ্রহণ করা হবে।