শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
” ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ,,এই স্লোগানকে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়, জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ পালিত হয়েছে। এ অভিযান উপলক্ষে র্যালী ও উদ্বোধনী বক্তব্য রাখেন উপস্থিতি সুধীজন।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজন,
সারা দেশের নেয়ায়, তাহিরপুর সদরে এদিবসের কার্যক্রম যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুর ইসলাম, সাংবাদিক আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি ,রোকন উদ্দিন, দৈনিক কালবেলার প্রতিনিধি শওকত হাসানসহ নানা শ্রেনী পেশার লোকজন প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকের কষ্টার্জিত সোনালী ফসল রক্ষায়, ইঁদুর নিধন অভিযান বিশেষ প্রয়োজন। এ প্রাণী যা খাবার খায়, তার চেয়ে দশ গুণ খাদ্য শস্য নষ্ট করে। এছাড়া এর মলমূত্রাদি আমাদের খাদ্যদ্রব্যের সাথে মিশে বিভিন্ন রোগ ব্যধি ছড়ায়। প্লেগ রোগের বাহক এ প্রাণী। আসুন আমরা ইঁদুর নিধন করে ফসল রক্ষা করি।