তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুইটি শিক্ষা কেন্দ্রে ১হাজার ৯শত৬৪জন এস,এস,সি পরিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। ফলাফল প্রকাশে, ১হাজার ৩শত৬৫ জন কৃতকার্য। এতে ৬৯.৩৫% পাসের হার।
আজ শুক্রবার (২৮ইজুলাই)দুপুরে সিলেট শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করে।
তাহিরপুর উপজেলার শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাদাঘাট কেন্দ্রে ১হাজার১৮ জন পরিক্ষার্থী ,ও তাহিরপুর শিক্ষা কেন্দ্র থেকে ৯শত ৪৬জন পরিক্ষার্থী পরিক্ষা দিয়েছেন। এর মধ্যে উপজেলায় ১হাজার ৩শত ৬৫জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ৩৬টি (জিপিএ -৫) এর মধ্যে, ২৫টি (জিপিএ-৫),বাদাঘাট কেন্দ্র , ১১টি তাহিরপুর কেন্দ্রের শিক্ষার্থী (জিপিএ -৫) পেয়েছেন। বাকি ৫শত ৯৯জন বিভিন্ন বিষয়ে অকৃতকার্য।
উপজেলায়, পাসের হারে শীর্ষে রয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়,অন্য দিকে (জিপিএ -৫) এর সংখ্যায়, বাদাঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩টি (জিপিএ -৫) পেয়ে সবার উর্ধ্বে রয়েছে। তাহিরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এ বিষয়ের সততা নিশ্চিত করেন।