সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন।১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উমেদ আলীর ছেলে শাহ্ আলম (৩০) সহোদর শাহ্ আলমের ছোট ভাই সুজন মিয়া (২৫), মা রাশিয়া খাতুন (৪৮) ও স্ত্রী রেখা বেগম (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, রঙ্গাছড়া গ্রামের উমেদ আলীর ছেলে শাহ্ আলমের সাথে প্রতিবেশী মতলিব মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে প্রতিপক্ষ মতলিব মিয়ার সাথে জায়গাজমি নিয়ে কথা কাটাকাটি হয় শাহ্ আলমের। এক পর্যায়ে মতলিব মিয়া ও তার ছেলে নুর ইসলাম ও আনোয়ার হোসেনসহ তাদের লোকজন লাঠিসোঁটা,দেশীয় রামদা,লোহার রড ও দেশীয় নানা অস্ত্রসস্ত্র নিয়ে শাহ্ আলম ও তার ভাই সুজন মিয়া, তার মা রাশিয়া খাতুন ও তার স্ত্রী রেখা বেগমের ওপর হামলা করেন।এতে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে হামলার শিকারে গুরুতর আহত হন তাঁরা চারজন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহত শাহ্ আলমের মা রাশিয়া খাতুন ও স্ত্রী রেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। অপর দিকে শাহ্ আলম ও তার ভাই সুজন মিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে নুর ইসলাম বলেন, আমরা হামলা করিনি, প্রতিপক্ষের লোকজনই হামলা করেছে। এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন।১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উমেদ আলীর ছেলে শাহ্ আলম (৩০) সহোদর শাহ্ আলমের ছোট ভাই সুজন মিয়া (২৫), মা রাশিয়া খাতুন (৪৮) ও স্ত্রী রেখা বেগম (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, রঙ্গাছড়া গ্রামের উমেদ আলীর ছেলে শাহ্ আলমের সাথে প্রতিবেশী মতলিব মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে প্রতিপক্ষ মতলিব মিয়ার সাথে জায়গাজমি নিয়ে কথা কাটাকাটি হয় শাহ্ আলমের। এক পর্যায়ে মতলিব মিয়া ও তার ছেলে নুর ইসলাম ও আনোয়ার হোসেনসহ তাদের লোকজন লাঠিসোঁটা,দেশীয় রামদা,লোহার রড ও দেশীয় নানা অস্ত্রসস্ত্র নিয়ে শাহ্ আলম ও তার ভাই সুজন মিয়া, তার মা রাশিয়া খাতুন ও তার স্ত্রী রেখা বেগমের ওপর হামলা করেন।এতে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে হামলার শিকারে গুরুতর আহত হন তাঁরা চারজন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহত শাহ্ আলমের মা রাশিয়া খাতুন ও স্ত্রী রেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। অপর দিকে শাহ্ আলম ও তার ভাই সুজন মিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে নুর ইসলাম বলেন, আমরা হামলা করিনি, প্রতিপক্ষের লোকজনই হামলা করেছে। এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।