সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে দেড় লাখ টাকার রিং চাই ও জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। বৃহস্পতিবার(০২ জানুয়ারি) সকালের পর গোপন সংবাদের ভিত্তি এই অভিযান হাওরে পরিচালনা করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নির্দেশে শ্রীপুর উত্তর ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি)তহসিলদার আশিস চক্রবতী অভিযান পরিচালনা কালীন সময়ে সাথে রূপনাগর আসনার ক্যাম্প,রামসিংহপুর আনসার ক্যাম্প ও গোলাবাড়ি আনসার ক্যাম্প এবং টাংগুয়া হাওর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক,নুর আলম এর সহযোগিতায় টাংগুয়ার হাওরের তেকুন্নিয়া দাইড়ের বিভিন্ন অংশে এ অভিযান চালিয়ে রিং ছাই ও জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা। শ্রীপুর উত্তর ইউনিয়ন সহকারী কমিশনার (ভূমি),তহশিলদার আশিস চক্রবতী এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত জাল গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। টাংগুয়ার হাওরে জীব বৈচিত্র্য,মাছ পাখিসহ সার্বিক পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কঠোর নজরদারিতে রয়েছে। কাউকে হাওরের ক্ষতি করে এমন কাজ কোনো ভাবে করতে দেয়া হবে না।তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।এবং কঠোর ভাবে অনিয়মকারীদের দমন করা হবে।