এস এ আখঞ্জী,তাহিরপুরঃ–
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে, প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্ভোদন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নের আওতায়, ১৯ টি স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী উদ্যোগে নিয়ে অংশগ্রহণ করেছে। অংশে গ্রহণ কারী স্টল গুলোকে পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা, উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা তৌফিক শরীর, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, , সাংবাদিক সাংবাদিক গোলাম কাদির সুজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।