সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

তাহিরপুরে, ঢাকা আহ্ছানিয়া মিশনের অর্থায়নে’ ৬হাজার পরিবারে সহায়তা প্রদান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-

তাহিরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায়,ঢাকা আহছানিয়া মিশনের মানবিক সহায়তা প্রদান।

রবিবার (১৩নভেম্বর)বেলা ৯ টায় উপজেলা সদর ইউনিয়নে,বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায়, গভমেন্ট অফ দি হংকং স্পেশাল এডমিনিসস্ট্রেটিভ রিজন এর অর্থায়নে,অক্সফ্যাম বাংলাদেশ এর সহায়তায় ,ঢাকা আহছানিয়া মিশন(ডাম)এর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ২নং ৪ নংএবং৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০১৯ পরিবারের মধ্যে, প্রতি পরিবার কে ২০ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল,২ কেজি ঢাল,১ কেজি চিড়া, ০.৫ লবন,০.৫ চিনি,১ কেজি মুগঢাল,৪ কেজি সুলার ঢাল,২ টি বালতি,১ টি মঘ,পানি বিশুদ্ধ করন টেবলেট, গোসলের সাবান ৪ টি,গুরাসাবান ১ কেজি,খাওয়ার স্যালাইন ১০ টি,স্যানিটারি পয়াক ১ টি।তুলে দেওয়া হয়।

উল্লেখ্য যে গত ৭/১১/২২/ থেকে ১৩ /১১/২২ পর্যন্ত তাহিরপুর সদর ইউনিয়নে ১৮৯০, বাদাঘাট ইউনিয়নে ২০৬০,উত্তর বড়দল ইউনিয়নে ২০৫০ সর্বমোট তাহিরপুর উপজেলায় ৬০০০, (ছয় হাজার) পরিবার কে এই মানবিক সহায়তা দেওয়া হয়।

উপজেলার সদর ইউনিয়নে মানবিক সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলার সুযোগ্য মানবিক নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির সদর ইউনিয়নের সবচাইতে জনপ্রিয় চেয়ারম্যান জনাব জুনাব আলী,সুমন চিসিম প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট অক্সফ্যাম বাংলাদেশ, ছানোয়ার হোসেন খান পাঠান,প্রজেক্ট ম্যানাজার ঢাকা আহ্ছানিয়া মিশন,কে এন এম এন আজম,প্রোগ্রাম অফিসার অক্সফাম বাংলাদেশ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, ,তুজাম্মেল হক নাছরুম প্যানেল চেয়ারম্যান তাহিরপুর সদর ইউনিয়,ইউপি সদস্য খোকন মিয়া,আকসান মিয়া, লাল মিয়া, শহীদ মিয়া,জয় রায়, সহ ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে, আমরা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি,বিভিন্নভাবে যারা বন্যার্থ মানুষকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।ঢাকা আহ্ছানিয়া মিশন তাহিরপুর উপজেলায় প্রায় ৬০০০ হাজার পরিবারকে সহায়তা প্রদান করছে এজন্য আমরা তাদের কেও ধন্যবাদ জানাই।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন আমার ইউনিয়নে প্রায় ১৮৯০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে,তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্বচ্ছতার সহিত প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় লোকটিকে বেছে নিয়েছে আমরা পরিষদের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ জানাই,

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।