শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সাতক্ষীরা সরকারি কলেজ রোড পুননির্মাণে সড়ক অবরোধে প্রস্তুতি সভা  চট্টগ্রামে সরকারি কলেজ অধ্যাপককে পিটালেন ছাত্রলীগ নেতা মোংলায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা চারঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ে পুষ্টি সপ্তাহের সমাপনী শরীর ঠিক রাখতে হলে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবেঃ স্বাস্থ্য পরিচালক রামপালে সাম্প্রদায়িকতার বাষ্প ছড়ানোর অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন  শ্যামনগরে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন এমপি আতাউল হক দোলন  বিসিক জেলা কার্যালয়, গোপালগঞ্জের আয়োজনে পাঁচ দিনব্যাপী নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে কোরবানির জন্য মজুদ আছে সাড়ে ৮ লাখ পশু

তাহিরপুরে  ধানের চারা রোপণে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক

শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

 

শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ) 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরের আবাদি জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক কৃষাণীরা।

এ উপজেলা ধান উৎপাদনের জন্য  বিশেষ  অবদান রয়েছে। আছে অনেক প্রবাদ বাক্য, যেমন :- মৎস্য, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ। এমন খ্যাতি, সুনাম সারা দেশ জুড়ে ছড়িয়ে  রয়েছে ।  এ উপজেলায় উল্লেখযোগ্য হাওর
শনি, মাটিয়ান। পালই, মহালিয়াসহ ছোট বড় ২৩ হাওরে বোরোধান চারা সহ বিভিন্ন ধরনের কৃষি চাষবাস করা হয়।  আর ফসল গোলায় তুলতে পারলে, কৃষক কৃষাণী’র  মুচকি হাসির ঝিলিকে উদিত হয় সূর্যের রশ্মি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,  এ  বছর, ১৭হাজার ৪শত ৫২ হেক্টর ভূমিতে বোরো ধান চারা রোপণ করা হবে।  আর এ ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে
৭০হাজার মে:টন (প্রায়) । প্রাকৃতিক দুর্যোগ অনুকূলে থাকলে লক্ষ্য মাত্র ছাড়িয়েও যেতে পারে।

মাটিয়ান হাওর পাড়ের তরং গ্রামের, আক্তার হোসেন আখঞ্জী বলেন,অগ্রহায়ন মাসে চারা আমরা লাগাই না, এটা পূর্বপুরুষরা করেইনা,, তাই পৌষ মাস না আসা পর্যন্ত রোপণে যাই না,এখন পৌষ মাস আইছে,  বেধুম রোয়া লাগাইতাছি। আশা করি পৌষ- মাঘ মাসের মধ্যে শেষ করতে পারমু। আশা উপর ভরশা করে কষ্টার্জিত শ্রম ঘাম, দেড় দেনার সবটুকু পুঁজি হাওরের বুকে  ঢেলে দিচ্ছি। আর এসব ফসল  বৈশাখী মাসে  ঘরে তুলতে পারলেই, সফল হব আমার মত কৃষক গণ।

তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা’র কাছে জানতে চাওয়া হলে? তিনি বলেন, এ উপজেলায় ১৭হাজার৪শত ৫২ হেক্টর ভূমিতে চারা  রোপণ করা হয়। তিনি আরও বলেন, কৃষকের মাঝে  কৃষি প্রণোদনা স্বরুপ ,, ২৯শত জনকে ২কেজি করে হাইব্রিড জাতের ধান ও  ৩ হাজার জনকে ৫কেজি উপচি ধানসহ ২০কেজি সার  প্রদান করা হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।