শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
নতুন বছরের প্রথম দিনেই, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার পহেলা জানুয়ারি সকালে তাহিরপুর উপজেলার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের নতুন বই
তোলে দেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।
এসময় উপস্থিত তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান (রনি) উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ছাত্র ছাত্রী প্রমুখ।
এছাড়াও, শিবরামপুর সরকার প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার
সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষাথীরা আনন্দে মাতুহারা, ছুটছে নিজ বাড়ি।