শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
"মানুষ মানুষের জন্য, জীবন জীবন জন্য,, এই প্রবাদ বাক্যোর প্রতিফলন ঘটেছে,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারের, (পাগলী মা)'র শীত রক্ষায়,নিজ অর্থায়ানে শীত বস্ত্র হাতে তুলে দেন, ট্যাকের ঘাট পুলিশ ফাঁড়ি অফিসার (ইনচার্জ) আইসি সজিব দেব রায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলাী শ্রীপুর বাজারে জুয়া-মাদক, বিরোধী বিশেষ অভিযান পরিচালনা শেষে,
পাগলী মায়ের বিচরণ চোখের নজর আসে। মানবিক এসআই সজিব দেব রায়ের। তিনি দেখা মাত্রই খানিকটা বিচলিত হয়ে, অপলক দৃষ্টিতে চেয়ে ছিলেন পাগলী মায়ের দিকে। এমন দৃশ্য উপলব্ধি করার পর, উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি পাগলী মাকে শীত বস্ত্র দিতে চাই, আপনারা আমাকে সহযোগীতা করেন। যেই কথা, সেই কাজ, নিজের পকেট থেকে ঝটপট ৫শত টাকার একটি নোট বেড় করে দিয়ে, একটি শীত বস্ত্র, বিস্কুট, পানিও নিয়ে ছুটে যান (ভবঘুরে)' পাগলী মায়ের কাছে, তুলে দেন তারঁ হাতে তিনি ।
এমন মহান সহানুভূতি দেখে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে যান। কেউ কেউ বলে উঠলেন, পুলিশ যে, জনতার বন্ধু, আজ তার খানিকটা প্রমাণ পেলাম। একেই বলে মানবিক পুলিশ কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন (কনকন), সাবেক মহিলা সদস্য হাজেরা বেগম,উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা আহাদ মিয়া, শ্রীপুর বাজার কমিটির সহ সভাপতি আলম মিয়াসহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার কর্মী বৃন্দ ও স্থানীয় নানা শ্রেনী পেশার লোকজন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।