শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথম নারী (ইউএনও) নির্বাহী কর্মকর্তা’ সালমা পারভীর’র কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ডিসেম্ভর) সকাল ১১টার সময় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে,
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি’র সভাপতিত্বে, উপজেলার প্রোগ্রামার অফিসার ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার নবাগত (ইউএনও) নির্বাহী কর্মকর্তা সালাম পারভীন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রশাসনের সার্বিক কর্মকান্ডে, উপজেলার কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সঠিক তথ্য দিয়ে যেকোন সময় ফোন কলে অবগত করবেন, আমি স্বার্ধমত সকল সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাবো। এর সাথে তিনি আরও বলেন, উপজেলার সকল ক্ষেত্রে, এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা, থানার তদন্ত কর্মকর্তা কাওছার, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তি যোদ্ধার সাবেক কমান্ড রৌজ আলী, রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান মুরাদ, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি খেলু, যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, সাধারণ রেবা আক্তার, দৈনিক কালবেলার প্রতিনিধি শওকত হাসান, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি আহমদ কবির, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জী, দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি আবু জাহান সাংবাদিক আবুল কাশেমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাত্র ছাত্রী ও ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী বৃন্দ।
জানা যায়, উপজেলার নবাগত ইউএনও সালমা পারভীন গত ১০ডিসেম্ভর তাহিরপুর উপজেলায় যোগদান করেন তিনি। এরপূর্বে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
এ-র পূর্বে বুদ্ধিজীবী দিবসের কার্যক্রম যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শহীদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।