তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে, প্রশাসনের জব্দকৃত বাংলা কয়লা পাচার কালে নৌকাসহ আটক করেছে পুলিশ ।
আজ বুধবার( ১৬নম্ভেবর) সকালে, সীমান্তবর্তী বাশতলা, জঙ্গলবাড়ি, কলাগাও, চারাগাও এলাকা থেকে চোরা চালানির চক্রটি, প্রশাসনের জব্দ কৃত বাংলা কয়লা পাচার করছিল, এমন দৃশ্য সচেতন মহলের নজরে আসলে, প্রশাসনকে অবহিত করা হয়। এমন সংবাদ পেয়েই উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদী নামক এলাকা থেকে জব্দকৃত বাংলা কয়লাসহ স্টিল বডি ন আটক করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় বাংলা কয়লা ও ইঞ্জিন চালিত স্টিল বডি আটক করে নিয়েছে পুলিশ।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন আটককের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় বাংলা কয়লাসহ নৌকা আটক করা হয়। জব্দ কৃত বাংলা কয়লার আনুমানিক পরিমাণ হবে ৬০/৭০টন। চোরা চালান প্রতিরোধে, আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশন(ভূমি) আসাদুজ্জামান রনি জানান, আটককৃত কয়লা এবং এর সাথে জড়িতদের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।