মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তরং এলাকায় বজ্রপাতে আসাব আলী(৩০)। নামের এক গরীব কৃষকের দুটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার ৬মে,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের পালই
হাওর কান্দায় সকাল সাড়ে ৭টায় সময় এ ঘটনা ঘটে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলী হায়দার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতের শব্দ শুনে গরীব কৃষক মো.আসাব আলী বাড়ির পার্শ্ববর্তী পালই হাওর কান্দায় তার রেখে আসা গরু ২টি দেখতে যান।
ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান পালই
হাওর কান্দায় তার রেখে আসা দুটি গরু বজ্রপাতে মৃত্যু হয়েছে।ততক্ষণে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
সোমবার ৬মে,সকাল ১০টার দিকে গরীব কৃষক মো.আশ্রাফ আলী কেঁদে কেঁদে এই প্রতিবেদকের কাছে বলেন,
গরীব মানুষ হওয়ায় এনজিও অফিস থেকে
কিস্তি তুলে দুটি গরু কিনছিলাম,কিন্তু নিয়তির কি পরিহাস আমি গরীব মানুষের শেষ সম্বলই ছিল এই গরু ২টি,তাও আজকে বজ্রপাতে শেষ করে দিয়ে গেল আমার রঙিন স্বপ্ন।
মো.আসাব আলী কান্না জড়িত কন্ঠে আরও বলেন,এখন আমি কিভাবে এনজিও কিস্তি পরিশোধ করবো,আর কি করে আমার পরিবারের সদস্যদের খাওয়াবো তা এখন চিন্তা করে পাচ্ছি না। আমি তাহিরপুর উপজেলা ইউএনও মহোদয় ও স্হানীয় চেয়ারম্যান,আলী হায়দার এর আমার প্রতি সুদৃষ্টি কামনা করছি।
স্হানীয়রা জানান,গরু দুইটি বাজার মূল্য আনুমানিক ৮০থেকে ৯০ হাজার টাকা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।