শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা  ক্লাস চলাকালীন সময় শিক্ষিকার উপর হামলা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মধ্যনগরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  সাফ জয়ী তিন ফুটবলারকে সাতক্ষীরায় লাল গণসংবর্ধনা  সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন  চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়  নওগাঁ মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকার উপর হামলা 

তাহিরপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন, এমপি রনজিত সরকার

মুরাদ মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮৮ বার পঠিত

 

মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষত্রিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য,এডভোকেট রনজিত চন্দ্র সরকার এমপি।

৬ই জুলাই শনিবার দিনভর তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য,এডভোকেট রনজিত চন্দ্র সরকার এমপি,ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ত্রাণ বিতরণ করলেন।

এডভোকেট রনজিত চন্দ্র সরকার এমপি, আরও বলেন,
মুজিবকন্যা,রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা, সুনামগঞ্জ-১আসনের তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বন্যা দুর্গত এলাকা মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করাসহ আমি সবসময় খোঁজখবর রাখছি।

এমপি’ রনজিত চন্দ্র সরকার বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায় মানুষের ব্যথা বোঝেন। তার শাসন কালে কোন মানুষ গৃহহীন ও না খেয়ে থাকবে না। দেশের অসহায় মানুষের মুখে খাবার দিতে তিনি সব সময় দৃঢ় কাজ কর যাচ্ছেন। করোনা সহ অতীতের সকল প্রাকৃতিক দূর্যোগ কালে তিনি দেশের সকল অসহায় মানুষের সেবা ও হাসি ফুটাতে পাশে দাঁড়িয়েছেন। এবারের ২০২৪ এর বন্যায় ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনভর ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণবিতরণ করেন।

পরে আজ শনিবার বিকাল ৪টার সময়, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণবিতরণ করেন,এবং পরবর্তী সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সহযোগীতার আশ্বাস দেন তিনি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়ের, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য জনপ্রতিনিধি শাহজাহান খন্দকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনপ্রতিনিধি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক জনপ্রতিনিধি হাসান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামাল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন হায়দার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর বাজার ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমানুর মিয়া,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামনুর আখঞ্জি, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দুলাল কান্তি পালসহ, তাহিরপুর উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।