এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুলাল মিয়ার বসতবাড়ির আসবাবপত্রসহ আগুনে পুড়ে গবাদিপশু ভস্মীভূত হয়েছে। এতে ১০ লক্ষ টাকা মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) ভোর ৩টার সময় উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এমন সংবাদ পেয়ে ঘটনার স্থল পরিদর্শনে যান, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
পরিদর্শন শেষে ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে প্রাথমিক ভাবে কয়েকটি শীত বস্ত্র তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার ভোর রাতে দুলাল মিয়ার বসতবাড়িতে আগুন লাগলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ এগিয়ে আসে পানি দিয়
আগুন লাগার খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও, ঘরের ভেতরে থাকা,গরু,হাসঁ, মুরগী, টেইলারিং দোকানের ৩লক্ষ টাকার কাপড়, নগদ টাকাসহ ছেলে মেয়েদের বই খাতা আসবাবপত্র বশ্মিভূত হয়েছে। দুলালের পরিবার এখন নিঃর্স্ব।
দুলাল মিয়ার জানান, ঘুমের মধ্যে রাতে হঠ্যাৎ করে আগুন দেখে নিজেদের রক্ষা করতে ঘর থেকে বের হয়ে বাহির গিয়ে রক্ষা পাই, কিন্তু ঘরের সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। আমার দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন , আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাথমিক ভাবে কয়েকটি কম্বল ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয়েছে।