তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী নৌযান হতে বিদ্যুতিক শর্ট খেয়ে নিখোঁজ জানে আলম(জান্টু)৩৫ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর ফায়ার সার্ভিস।
উদ্ধারকৃত মৃত জানে আলম(জান্টু)উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজমিস্ত্রি কাজে জড়িত ছিলেন।
শনিবার(৮জুলাই)দুপুর ১২টায় উপজেলা সদর বাজার সংলগ্ন বৌলাই নদীতে এক পর্যটকবাহী চলন্ত নৌকা থেকে বৈদ্যুতিক শর্ট খেয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।স্থানীয় জনসাধারণ ও তাহিরপুর থানা পুলিশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাহিরপুর ফায়ার সার্ভিস এর ইন-চার্জ কামাল পাশার নেতৃত্বে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস হতে আগত আমেরিকা হতে প্রশিক্ষণ প্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি কবির হোসেন ও ঝুমন আহমেদ এর ৭-৮ মিনিট খোঁজাখুঁজির পর নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয় তাহিরপুর ফায়ার সার্ভিস।
স্থানীয় এলাকাবাসীর তথ্যমতে জানাযায় জানে আলম(জান্টু)নব নির্মিত একটি পর্যটকবাহী নৌযানের বাথরুমের কাজ করতে গিয়েছিলেন,পর্যটকবাহী নৌকাটি তাহিরপুর সদর বাজার হতে চালিয়ে পার্শ্ববর্তী গ্রামের নৌকার মালিক ইয়াজুল হকের বাড়িতে যাওয়ার পথে নৌকার ছাঁদের উপর দাঁড়িয়ে ছিলেন তিনি,এসময় বৌলাই নদীর কিনারে থাকা বিদ্যুৎ লাইনের নিজ দিয়ে আসার সময়,মাথার উপরে থাকা বৈদ্যতিক শর্ট খেয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়।পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এর লোকজন এসে উদ্ধার করে।
এ ব্যাপারে তাহিরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল পাশা জানান বৈদ্যুতিক খেয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ হতে ফায়ার সার্ভিস এর ডুবুরি এনে তাদের উদ্ধার করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি)সৈয়দ ইফতেখার হোসেন জানান বৈদ্যুতিক শর্ট খেয়ে নিখোঁজ জানে আলম(জান্টু)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে।