শামছুল আলম আখঞ্জী তাহিরপুর,(সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি হলো শারদীয় দুর্গােৎসব। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাসহ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে,শান্তিপুর্ণ পরিবেশে ধর্মীয় মর্যাদায় সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় ২৯টি পূজামন্ডপে পূজা-অর্চনা শ্রদ্ধা অঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে, দেবী দুর্গার ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব পালন করেন।
সার্বজনীন এই উৎসবের প্রত্যেক দিনই সনাতন ধর্মাবলম্বীদের সকল বয়সের নারী-পুরুষ মন্ডপে মন্ডপে গিয়ে উৎসবে মেতে উঠে এবং দুর্গতি, নাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় আরাধনা করেন তারা,প্রতিবছরের ন্যায় এ বছরেও দুর্গাপূজা উপলক্ষে তাহিরপুর উপজেলার প্রতিটি মন্ডপে মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।প্রতিটি মন্ডপেই ছিল আনসার বাহিনীসহ নিজস্ব ভলান্টিয়ার রয়েছে সার্বক্ষণিক পুলিশের নজরদারি।এছাড়াও প্রতিটি মন্ডপেই ছিল সিসি ক্যামেরার আওতাভুক্ত।পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন বিজয়া দশমী,উমা দেবীদূর্গার ফিরে যাওয়ার দিন।
হিন্দু পঞ্জিকা মতে দেবী দুর্গা মর্তে এসেছেন ঘোটকে চড়ে,টানা পাঁচদিন পর মন্ডপে মন্ডপে বিসর্জনের মধ্য দিয়ে আজ দশমীতে দেবী দুর্গা কৈশালে ফিরে গেছেন ঘোটকে ।এইদিকে আজ দিন শেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণের অনুভূতিতে মা দুর্গার ভক্তদের হৃদয় সিক্ত করে তোলে।আজ সকাল ১০টার মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হয়।দশমীতে দেখা যায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠে ভক্তরা।
আজ দুপুর ১২টা হতে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও, ইন্দ্রপুর সহ কয়েকটি পূজামন্ডপ থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়।এর আগে এসব মন্ডপ গুলোতে ভক্তরা জমা হতে থাকেন,এবং সম্মিলিতভাবে মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। শোভাযাত্রাটি ঢাকঢোল বাদ্যি-বাজনার তালে তালে শোভাযাত্রাটি উপজেলার পাটলাই নদীসহ বিভিন্ন হাওর নদী প্রদক্ষিণ শেষে টাঙ্গুয়ার হাওর ও পাটলাই নদীর বিভিন্ন অংশে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
উপজেলার ট্যাকেরঘাট সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি জুয়েল সেন জানান এবছর শুরু থেকে শেষ পর্যন্ত টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সজিব দেব রায় এর দক্ষ নেতৃত্বে শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি মন্ডপেই ছিল নিরাপত্তার চাদরে ডাকা আমরা উনাকে ধন্যবাদ জানাই।এমন চৌকস পুলিশ অফিসার প্রতিটি অঞ্চলেই দরকার।
কলাগাঁও ও চারাগাঁও সার্বজনীন পূজা উৎযাপন কমিটির কমিটির সভাপতি রেন্টু রায় জানান আমরা এ বছর শুরু থেকে শেষ পর্যন্ত খুব আননন্দ উল্লাসে পূজা উৎযাপন করেছি।আইনশৃঙ্খলা রক্ষায় ছিল যথেষ্ট জোরদার।
এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সজিব দেব রায় জানান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব,এ উৎসব যেন পূজারিগন সুন্দর ও আননন্দ ভাবে উৎযাপন করতে পারে এ জন্য আমাদের থানা অফিসার ইন-চার্জ স্যার এর নির্দেশে আমরা শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি মন্ডপেই কড়া নজরদারিতে রেখেছি। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে দুর্গােৎসব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।