তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় মদের চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মাহারাম গ্রামের মৃত হাবি রহমান এর ছেলে কাজল মিয়া(২৮)তবে এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল মিয়া তাজু(২৮)নামের অন্য এক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।সে একই উপজেলার মাহারামটিলা গ্রামের আব্দুস মন্নাছ এর ছেলে।
শনিবার রাত সাড়ে ১১টার সময় তাহিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ইফতেখার হোসেন এর নির্দেশে এস আই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার ব্রাহ্মণ গাঁও গ্রামে অভিযান চালিয়ে মন্নাছ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী কাজল মিয়া (২৮)কে আটক করে,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল মিয়া তাজু নামের অন্য এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।আটককৃত আসামির হেফাজতে থাকা একটি প্লাসিকের বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে রাখা ১৮০ এমএল এর কাঁচের ৪৮ বোতল অফিচারস চয়েচ মদ,৭৫০ এমএল এর প্লাসিকের ২০ বোতল অফিচারস চয়েচসহ মোট ৬৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের চালান উদ্ধারপুর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামুলে জব্দ করা হয়।
পুলিশের তথ্যসুত্রে জানাযায় আটককৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে।তারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ অন্যান্য নেশা জাতীয় মাদকদ্রব্য তাহিরপুর উপজেলাসহ আশপাশের উপজেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজূ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।