মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মেধা-কুঞ্জ মডেল বিদ্যানিকেতন নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী হায়দার। প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে প্লে-নার্সারিসহ প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী খসরুল আলমের সভাপতিত্বে ও তেলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই চন্দ্র পালের স্বঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অরুপ কান্তি দাস, সীমান্ত একাডেমী স্কুলের প্রধান শিক্ষক নজীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, আলী হোসেন আখঞ্জী, মেধা-কুঞ্জ মডেল বিদ্যানিকেতনের পরিচালক আফজাল হোসেন, চন্দন পাল প্রমুখ। ২০২৫ শিক্ষাবর্ষে এই প্রতিষ্ঠানে ২১০জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো। ## বার্তা প্রেরক….. মুরাদ মিয়া,সুনামগঞ্জ