এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
আপনার রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণ রাখুন এবং দীর্ঘজীবী হােন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় "বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস" যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।
বুধবার (১৭মে) সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, দিবসটি উপলক্ষে যথা রীতি অনুসরণের মধ্যে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মিডিক্যাল অফিসার ডঃ শাফিকুল ইসলাম, নার্স কেফায়াত উল্লাহ প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ দিবস এর গুরুত ও তাৎপর্য বিবেচনা করে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ১৭-০৫-২০২৩ইং তারিখ হতে সপ্তাহ ব্যাপী অফিস চলাকালীন সময়ে উপজেলা তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিডি কর্ণার ও কমিউনিটি
ক্লিনিকে বিনা মূল্যে , ১৮ ঊর্ধ্ব পুরুষ ও মহিলাদের রক্তচাপ নির্ণয় করা হবে।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের NCD কর্নার থেকে ডায়াবেটিস এবং হাই প্রেশার এর ঔষধ নিচ্ছেন সহস্রাধিক রোগী নিয়মিত ভাবে।NCD কর্নারে প্রতিদিন নিরালসভাবে সেবা দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক ডা:শাফিকুল ইসলাম।
এছাড়া আরও বলেন উপজেলা সর্বস্তরের জনগণকে উদ্দেশ্য করে আহবান জানান, যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশার আছে, তাঁরা যেন ফ্রী চিকিৎসা গ্রহণ করে, ১ মাসের ফ্রী ঔষধ নেন ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।