তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথা যোগ্য মর্যাদায় জাতির জনক শেখ মুজিবুর রহমান এরঁ জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলমগির খোকন, এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সদস্য আজিজুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।