শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দলই গাওঁ হতে নতুন বাজারে আসা যাওয়া সড়কের বেহাল দশা,
চলাচলে পথচারীদের দুর্ভোগ চরমে, মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ যেন দেখার কেউ নেই।
প্রতিনিয়ত শতাধিক মানুষের পদচারণা। গুরুত্বপূর্ণ কাজ সেড়ে ফিরেন নীরে। এই
গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যেতে হয়, উপজেলার উত্তর শ্রীপুর উপ স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বন বিট ও জনতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসা- যাওয়ার একমাত্র সড়ক পথ।,
শ্রীপুর বাজার থেকে নতুন বাজার সড়কের দলই গাওঁ বন বিট অফিসের সামনের দিকের পাকাঁ রাস্তার অংশটি ভেঙে ছুড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ঝুঁকি পূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চলাফেরা করে যাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। এ কারণে ব্যাঘাত হতে পারে শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ। তাই অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য, উর্ধতন কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বর্ষা ও হেমন্তে এই রাস্তাটি দিয়েই, উপজেলার
বন বিট অফিস, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও জনতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ তাহিরপুর উপজেলার সদরের সাথে সংযোগ স্থাপন করা হয়।
সরেজমিন দেখা যায়, উপজেলার শ্রীপুর বাজার থেকে দলই গাওঁ বিট অফিস , ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসের সামনের রাস্তাটি বিভিন্ন স্থানে ব্লক উঠে পড়েছে, কোনো কোনো স্থানে মাটি সরে গেছে। পাকা রাস্তার একদিকে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
তরং গ্রামের আবু সাইদ ময়না তালুকদার বলেন, গত বন্যা আর এবারের পাহাড়ী ঢলের থুরে দলই গাওঁ গ্রামের সামনের পাকা রাস্তাটির ভেঙে ছুড়ে গেছে। আর কোনো রাস্তা না থাকায়,জীবন ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়েই মানুষ জন চলাচল করছেন। এভাবে চলতে থাকলে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।
মোটরযান চালক সমিতির সভাপতি শাহীন শাহ্ আকবর বলেন , শ্রীপুর বাজার থেকে নতুন বাজারের রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবুও জীবন ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে পরিবহনের কাজে নিয়োজিত আছি। কারণ পরিবারেরর ভরণপোষণের দায়িত্ব পালন করতে, আর কোনো কর্ম না জানান, বাধ্য হয়েই এ পেশায় জড়িত আছি। আমি, উর্ধতন কতৃপক্ষের কাছে জোরালো দাবী জানাই, অনতিবিলম্বে জনগণের জীবন মান রক্ষায়, রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হউক।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলার প্রকৌশলী আরিফ উল্লা খান বলেন, শ্রীপুর বাজার হতে নতুন বাজারের সংযোগ রাস্তাটি গত বন্যায় ভেঙে ছুড়ে গেছে অনেক স্থানে। পূর্ণ মেরামতের জন্য ,১৪ই আগষ্ট এর বরাদ্দ হয়েছে । খুব শীগ্রই এর কাজ শুরু হবে। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তাটিও প্লাশ প্রকল্পে দেওয়া আছে বলে জানান তিনি ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।