শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

তাহিরপুরে সীমান্তে আবারো দুই তরুণের মৃত্যু

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

 

শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে, কয়লার গর্তের মুখ বন্ধ হয়ে,অক্সিজেন শূন্যে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম, অন্যজন রমজান আলী’র ছেলে মুকলেছুর মিয়া।
স্থানীয় ও এলাকা বাসীর তথ্য মতে জানা যায়, সোমবার (১৮মার্চ) সন্ধ্যার সময় ১০/১২ জনের একটি গ্রুপ ট্যাকেরঘাট  সীমান্ত পাড়ি দিয়ে, চোরাই পথে  ভারতে প্রবেশ করে,  কয়লা আনার সময় ধসে গর্তের মুখ বন্ধ হয়ে, অক্সিজেন শূন্যে তিন শ্রমিক অজ্ঞান  হয়ে পড়ে। সঙ্গে থাকা শ্রমিকরা, প্রাণপণ চেষ্টা চালিয়ে অসুস্থ শ্রমিকদেরকে নিয়ে আসে।

উন্নত চিকিৎসার জন্য তাদেরকে  উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে, খাইরুল ইসলাম ও মকলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন, কর্তব্যরত চিকিৎসক।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান  এর সততা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকরা গর্তের মুখ বন্ধ হয়ে অক্সিজেন শূন্যে সেখানেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা প্রকাশ করছেন তিনি।

এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন এ-র সততা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে,  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।