এস এ আখঞ্জী, তাহিরপুরঃ-
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন''এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়
৫১তম জাতীয় সমবায় দিবসে' র্যালী ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে, পরিষদ চত্বরের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালি বেড় করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, ৫১তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুর পূর্বেই, কোরআন শরিফ তেলওয়াত পাঠ করেন, হাফিজ আশরাফুল ইসলাম ও গীতা পাঠ করেন
পাপন রায়। ধর্মীয় নীতি অনুসরণ শেষে
দিবসটির গুরুত্বপূর্ণ বিষয় তোলে ধরেন বক্তারা।
উক্ত সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সভাপতিত্বে, কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন ,সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, এসময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন তিনি , বিশেষ অতিথিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,
উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির খোকন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, টাংগুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মনির মিয়া প্রমুখ।
জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায়
স্বাগত বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার সমবায় কর্মকর্তা আশীষ আচার্যা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সংবাদকর্মী, স্থানীয় গণ্য মান ব্যক্তি বর্গ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৩ সালে, জাতি জনক শেখ মুজিবুর রহমান এর হাত ধরে সমবায়ের যাত্রা শুরু হয়। তিনি,বিঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা লক্ষ্যে, সমবায় সমিতি লিমিটেড, গঠন করেন।
পুঁজি হীন মানুষ, স্বল্প পুঁজি নিয়ে,
অধিক জন এক হয়ে, বৃহত্তর প্রকল্প বাস্তবায়ন করে স্বাবলম্বী হতে পারবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।