শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় সুমন মিয়া(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সীমান্তের উপরে,সীমান্ত পিরাল নং ১১৯৭-এর নিকট এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার সকালে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উপজেলার সীমান্তের লাকমা ছড়ার পাশে ( ভারতের মেঘালয়ের ১১৯৭ পিলার) দিয়ে চোরাই পথে কয়লা আনতে যায় সুমন। কয়লা বস্তাভর্তি নিয়ে আসার সময় পাথর চাপায় গর্তে পড়ে গিয়ে মৃত্যু বরন করে সুমন।
নিহত ব্যক্তি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের
লাকমা গ্রামের তাহের মিয়ার ছেলে সুমন মিয়া (২৩)
এ ব্যাপারে, বালিয়াঘাট বিওপির নায়েক সুবেদার আব্দুল হান্নান এর সততা নিশ্চিত করে বলেন , আমাদের ডিউটিরত বর্ডার গার্ড সদস্যদের চোখ ফাঁকি দিয়ে, সীমান্তের উপরে কয়লা আনতে গিয়ে মাটির গর্তে চাপা পড়ে এক জনের মৃত্যু হয়।এখন সীমান্তে টহল জোর দার করা হয়েছে।
এ ব্যাপারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) আইসি সজিব দেব রায় এর সততা নিশ্চিত করে বলেন, লাশের ছুরত হালের রিপোর্ট তৈরী শেষে, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।