এস এ আখঞ্জী,তাহিরপুর;-
সুনামগঞ্জ (২৮ বিজিবি)’র অধীনস্থ বিওপির টহল দল বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ভারতীয় অবৈধ কয়লা আটক করেছে বিজিবির জোয়ান।
সোমবার ( ৩০ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটের সময় লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৪০,০০০/- টাকা।
অন্য দিকে সোমবার ৩০ জানুয়ারি ভোর সাড়ে ৫ টার সময় টেকেরঘাট বিওপির টহল দল অভিযান চালিয়ে, সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান হতে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২৮,০০০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন( বিজিবি)’র পরিচালক পিবিজিএম মো: মাহবুবুর রহমান এর সততা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং চিনি, সুপারি, কয়লা ও ইজিবাইক শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।