মোঃ সবুজ খান,মির্জাপুর টাঙ্গাইলঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন রুপা রায় চৌধুরী। তিনি ১৩৬ টাংগাইল – ০৭(মির্জাপুর) ঢাকা ধামরাই ও গাজীপুর আসন থেকে।এই তিন টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি বলেন সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাক্তিগত অনুদান ও সরকারী বরাদ্দ অনুদান। বর্তমান সময়ের চেয়ে তিন গুন বেশী দেওয়া হবে।তবে একটি গ্রামে অনেক সমাজ থাকে। একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান থাকে। বর্তমান জনপ্রতিনিধি অনুদান প্রদানে যেখানে ব্যর্থ হয়েছে। সেখানে বেশী অনুদান প্রদানের ব্যবস্থা করবো।ইমাম সাহেবদের ও পুরহিতদের কাছে দোয়া ও আর্শীবাদ চাই।আপনাদের প্রতিমাসে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে তিনগুন ভাতা ও রেশন প্রদান করবো।তিনি আরো বলেন আমি সবসময়ই আমার নিজের তহবিল থেকে সকলের জন্য চেষ্টা করিব সার্বিক সহযোগিতা করার জন্য। সকলেই আমার জন্য দোয়া ও আর্শিবাদ করবেন।