শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান। অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎

তিস্তার চরে বীজ আলু উৎপাদনে সফলতার স্বপ্নে বিভোর চাষি তাজরুল।

মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

তিস্তা নদীর ধু-ধু বালু চরে সবুজের সমারোহ চোখ যতদুর দৃষ্টি কাড়ে শুধু সবুজ সমারোহ আলু আর আলু
দীগন্ত জুরে শুধু সবুজ আর সবুজ।
বালূ চরে এখন সোনা ফলে।
এ আর মালিক সীড কোঃ লিঃ ঢাকা এর আমদানীকৃত এগ্রিকো নেদারল্যান্ড এর এ্যালুয়েট গ্রাম বাংলার ভায়ায় নো স্প্রে, নো টেনশন বীজ আলু উৎপাদনে বাম্পার ফলের স্বপ্ন চাষি তাজরুল ইসলামের।

সরেজমিনে কাউনিয়া পীরগাছা রাজারহাট উলিপুর উপজেলার সীমান্ত তিস্তা নদীর ধু-ধু বালূ চরে গিয়ে দেখা গেছে, কৃষক তাজরুল ইসলাম প্রায় ৩০একর জমিতে এ্যালুয়েট বীজ আলু চাষ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
বর্তমানে আলু ক্ষেতের যে অবস্থা তাতে সে বাম্পার ফলনের আশা করছেন।
তার চোখে মুখে এখন শুধু সোনালী স্বপ্ন।
কিছু দিনের মধ্যেই সেই এ্যালুয়েট সোনালী বীজ ঘরে তুলবে।

তাজরুল ইসলাম জানান আমদানীকারক এ আর মালিক সীড কোঃলিঃ ঢাকা এর প্রতিনিধি মোঃ আব্দুর রহমান এর সহযোগিতায় এবং তাদের সার্বিক তত্বাবধানে এ্যালুয়েট বীজ আলু চাষ করেন তিনি।
গত বছর মাত্র ১ একর জমিতে এই বীজ আলু করে ফলন ও লাভবান হওয়ায় চলতি বছর ৩০ একর জমিতে বীজ আলু চাষ করে বাম্পার ফলনের আশা করছেন।
তিনি আরও জানান প্রতি একর জমিতে বীজ আলু উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় ১লাখ টাকা।
তার একরে প্রায় ৮টন ফলন আশা করছেন যার বিক্রয় মূল্য প্রায় ১ লাখ ৬০হাজার টাকা।
এগ্রিকো নেদারল্যান্ড এর প্রতিনিধি মোঃ আঃ রহমান এর কাছে এ্যালুয়েট বীজ আলু সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ্যালুয়েট বীজ আলু কে গ্রামের চাষিরা নো স্প্রে, নো টেনশন নামে চেনেন, কারন এই আলু চাষ করলে কোন স্প্রে করতে হয় না, ৪০ ভাগ ইউরিয়া সার কম লাগে, হরমন ব্যবহার করতে হয় না, রোগ বালাই নেই বললেই চলে, যে কোন মাটিতেই এই আলু চাষ করা যায়, অন্য যেকোন জাতের আলুর চেয়ে বেশী ফলন হয়।
তিস্তার চরের বাসিন্দা আনারুল, কাইয়ুম জানান, তাজরুল ইসলাম তিস্তার চরে আলু চাষ করে শুধু সবুজের সমারোহই ঘটান নাই তিনি শতশত মানুষের কর্মসংস্থনের সৃষ্টি করেছেন। নো স্প্রে নো টেনশন এ্যালুয়েট বীজ কৃষক পর্যায়ে ব্যাপক সমাদৃত হবে।
তিস্তার চরে তাজরুল ইসলাম একজন সফল উদ্যোক্তা ও সফল আলু চাষি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।