মুন্নি আক্তার,নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বতান সংগঠনের প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য-র তত্ত্বাবধানে বারবিকিউ পার্টি উদযাপন করেছেন সদস্যরা। পার্টিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা – তপন দাশ, সভাপতি – নরেন সাহা, সহ সভাপতি – নিবেদিতা আচার্য্য, সাধারণ সম্পাদক – অর্পিতা আচার্য্য, অর্থ সম্পাদক – কনক বিশ্বাস।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – অংকিতা,পৃথুলা,সুকন্যা,অপর্ণা,শ্রাবন্তী, সুমি, বিজয়া, সুমন আচার্য্য প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্নি আক্তার। ব্যবস্থাপনা কমিটি এবং স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বারবিকিউ পার্টি উদযাপনের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।