এম মনির চৌধুরী রানা চট্টগ্রামঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব চ্যালেঞ্জকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। দেশের বিরুদ্ধে পরিচালিত সব ষড়যন্ত্র মোকাবিলা করে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মুক্ত করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে দায়িত্বশীলদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আজ সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে নগরীর বিআইএ মিলনায়তনে উপজেলা, থানা ও পৌরসভার নবনির্বাচিত আমিরদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, যোগ্যতা অর্জনের মাধ্যমে এদেশের মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। সংগঠনের সর্বস্তরে তাকওয়া ও দ্বীনদারিকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াবী প্রাপ্তি ও প্রত্যাশাকে প্রাধান্য না দিয়ে আখেরাতের সফলতার লক্ষ্যে সব কর্ম তৎপরতা পরিচালিত হতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দায়িত্বশীলরা অত্যন্ত সাবধানতার সঙ্গে তৃণমূল সংগঠন পরিচালনা করবেন। নতুন দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে দায়িত্বশীলের যোগ্যতা, আনুগত্য, তাকওয়া ও শৃঙ্খলা অনুসরণের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সভায় দলীয় সংগঠনের গঠনতন্ত্রের আলোকে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য চট্টগ্রাম উপজেলা, থানা ও পৌরসভার রোকনদের প্রত্যক্ষ ভোটে ১৫টি সাংগঠনিক কমিটির আমির নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী- লোহাগাড়া উপজেলা, মাওলানা কামাল উদ্দীন- সাতকানিয়া উপজেলা, মাওলানা কুতুব উদ্দীন- চন্দনাইশ উপজেলা, মুহাম্মদ জসীম উদ্দীন- পটিয়া উপজেলা, ডা. খোরশেদুল আলম-বোয়ালখালী উপজেলা, মাওলানা মুনির আবছার চৌধুরী- কর্ণফুলী উপজেলা, মাস্টার আবদুল গণি-আনোয়ারা উপজেলা, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল- বাঁশখালী উপজেলা, মাস্টার সিরাজুল ইসলাম- সাংগু থানা, এস.এম নাছির উদ্দীন- কালারপোল থানা, মুহাম্মদ শাহজাহান- মোহনা থানা, অধ্যক্ষ হামিদ উদ্দীন- সাতকানিয়া পৌরসভা, মাস্টার সেলিম উদ্দীন- পটিয়া পৌরসভা, মাওলানা আবু তাহের- বাঁশখালী পৌরসভা এবং মুহাম্মদ হারুন- বোয়ালখালী পৌরসভা। অনুষ্ঠানে নতুন নির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।