সোলাইমান, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাত ২টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের খবরে তাৎক্ষণিকভাবে সারাদেশের উলামায়ে কেরাম, মাদরাসাছাত্র ও তৌহিদী জনতার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
গত বৃহস্পতিবার সকাল থেকে তিনি অসুস্থতা অনুভব করেন, বেলা বাড়ার সাথে সাথে অসুস্থতা আরো বেড়ে গেলে ওই দিন দুপুরের দিকে আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়াকে হাটহাজারী মাদরাসা থেকে চট্টগ্রাম নগর সিএসসিআর প্রাইভেট হাসপাতালে এইচডিইউতে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে গতকাল শুক্রবার ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। সকল চেষ্টার অবসান ঘটিয়ে রাত ২টায় তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, গত দু'মাস ধরে আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া শরীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ১৬ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসা শেষে তিনি ২৫ মে তিনি দেশে ফিরে আসেন।
এদিকে আল্লামা শাহ ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
শোক বিবৃতিতে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, উম্মুল মাদারিসখ্যাত জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আলেমদের যোগ্য অভিভাবক ছিলেন। এমন একজন যোগ্য অভিভাবককে আজ আমরা হারিয়ে ফেলেছি। দেশবাসী ও কওমী অঙ্গনে এ আলেমেদ্বীনের শূন্যতা আর পূরণ হওয়ার নয়। আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া একজন হক্কানী ও তাকওয়াবান আলেম ছিলেন। তিনি দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসায় শিক্ষকতাসহ বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। গত প্রায় দেড় বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে হাটহাজারী মাদরাসা পরিচালনা করে আসছিলেন। একই সাথে তিনি ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)-এর সহসভাপতি ও খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতির দায়িত্বে পালন করে আসছিলেন। তিনি খুব অল্প সময়ে বিভিন্ন স্তরের নেতৃত্বে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।