মোঃ শামীম মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিন অপেক্ষার পরে মানিকগঞ্জে মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়ে গঠিত হল মানিকগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন। গতকাল ৪ ই নভেম্বর কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ ছানোয়ার হোসেন ও সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক প্যাডে ৬২ সদস্য বিশিষ্ট কমিটি ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সাক্ষরিত নতুন কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি এবং মোঃ চঞ্চল মিয়া কে সাধারণ ও বেলায়েত হোসেন কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ বিষয়ে কমিটির নব- নির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মানুষের চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারের পাশাপাশি মেডিকেল টেকনোলজিষ্টদের অবদান কম নয়।আমারা অনেক ক্ষেত্রেই অবহেলিত। আমাদের মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন মানিকগঞ্জ জেলা কমিটি দীর্ঘদিন ধরে নানা কারনে আটকে ছিল। আজ কমিটির পূর্ণরুপ ধারণ করায় আমরা খুব আনন্দিত। কারণ এর মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করছি। কমিটির সাধারণ সম্পাদক মোঃ চঞ্চল মিয়া জানান,বহুদিন অপেক্ষা করার পরে একটি কমিটির অনুমোদন পেয়েছি। আশা করছি এই কমিটির মাধ্যমে আমরা বিগত দিনে আমাদের সকল প্রকার অধিকার আদায় করতে সক্ষম হব। সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, বাংলাদেশের চিকিৎসা খাত পরিচালনার জন্য সরকারের বাহিরে পেশাগত বহুবিদ সংগঠন রয়েছে। মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন সংগঠনটি তার মধ্যে অন্যতম যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বতর্মান প্রেক্ষাপটে, আমরা যারা মেডিকেল টেকনোলজিষ্ট পদে রয়েছি তারা বেশিরভাগ সময় অবহেলার শিকার হই। মেডিকেল টেকনোলজিষ্টদের চাকরিতে যথাযথ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, পদোন্নতি ব্যবস্থা ও মূল্যায়ন, বেতন ভাতা বৃদ্ধি সহ সরকারের কাছে সকল প্রকার দাবি ও অধিকার আদায়ের লক্ষে এই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে। তাছাড়া মেডিকেল টেকনোলজিষ্টদের দক্ষতা ও অভিজ্ঞতা চিকিৎসা সেবায় ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আমি খুব আনন্দিত দীর্ঘদিন পর একটা কমিটির অনুমোদন পেয়ে। আমি আশা করছি এই কমিটির মাধ্যমে আমাদের দাবিগুলো সরকারের নিকট খুব সহজে পেশ করতে সক্ষম হব । তাছাড়া মানব সেবা হবে আমাদের মূল লক্ষ্য।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।