শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
দীর্ঘদিন প্রতিক্ষার পর,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তের চারাগাওঁ শুল্ক ষ্টেশন দিয়ে, ফের ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।
আজ সোমবার( ৫ই ডিসেম্ভর) দুপুর ১২টার সময় উপজেলার চারাগাওঁ শুল্ক ষ্টেশনে (ভারত -বাংলাদেশ) দু-দেশের (আমদানি-রপ্তানি) কারক সমিতির নেতৃবৃন্দদের সমন্বয়ে আনুষ্ঠানিক ভাবে কয়লা আমদানির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় কয়লা আমদানি করেন, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের প্রোঃ জিল্লুর রহমানসহ,কবির, হাবিবুল্লাহ’ প্রমুক।
চারাগাওঁ শুল্ক ষ্টেশনের সভাপতি হাছান আলী (মেম্বার) বলেন, দীর্ঘ ৮ মাস বন্ধ থাকা পর, শুল্ক ষ্টেশনের কার্যক্রম সচল হওয়ার খবর শোনে শ্রমিক,ব্যবসায়ীগণসহ স্থানীয় সর্বজনের মাঝে আনন্দের জোয়ার বইছে। কারণ এই ভারতীয় কয়লা আমদানির সাথে এখানকার অনেক পরিবারের লোকজন জীবন- জীবীকা নির্বাহের সাথে জড়িত। একারণে এই শুল্ক ষ্টেশনের আমদানি -রপ্তানি বন্ধ হলেই, স্থানীয় লোকজনের মাথায় ভাজ পড়ে যায়, সচল থাকলেই আনন্দ।
এ উপজেলায় তিনটি শুল্ক ষ্টেশন চারাগাওঁ, বাগলী,বড়ছড়া। এ শুল্ক ষ্টেশনের আমদানি করা কয়লা, জ্বালানি হিসেবে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। এর সাথে হাজার হাজার মানুষ জনের কর্মসংস্থান জড়িত।
চারাগাওঁ শুল্ক ষ্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম কয়লা আমদানির বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও দীর্ঘ ৮/৯ মাস পর ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। কি কারণে বন্ধ ছিল? এব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্তা তেমন ভালো থাকে না,এর সাথে জ্বালানি ক্রেতারাও, জ্বালানি কার্যক্রম বন্ধ রাখেন ঝড় বৃষ্টির কারণে।এ কারণে আমদানি- রপ্তানি কম হয়ে থাকে ।