মোহাম্মদ আতিকুল্লাহ .চৌধুরী চট্টগ্রামঃ
ফটিকছড়ি থানার আলোচিত ও চাঞ্চল্যকর লোকমান হোসেন হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন’কে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার করেছে র্যাব
হাটহাজারীর পার্শ্ববর্তী ফটিকছড়ি থানার আলোচিত ও চাঞ্চল্যকর লোকমান হোসেন হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন। ভুজপুর হতে র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী জসিম উদ্দিন (৪৯), পিতা- বাদশা মিয়া, সাং-দৌলতপুর, থানা-ফটিকছরি, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, সে উক্ত হত্যা কান্ডের ঘটনার সাথে সরাসির জড়িত ছিলো এবং এ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
ঘটনা পৃষ্টে আরো জানা যায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার লোকমান হোসেন হত্যা মামলায় ভিকটিম এর পরিবার বাদী হয়ে জসিম উদ্দিনসহ অন্যান্যদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মামলা করেন, যার নং- ১৩(০৯)২০০২; জিআর নং-১৪০/২০০২; দায়রা নং-৩৭৮/০৬; ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। পরবর্তীতে বিচারকার্য চলাকালীন সময় বিজ্ঞ আদালত আসামি জসিম উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।