মধ্যনগর (সুনামগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ
ধর্মপাশা ও মধ্যনগরে মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার তালিকা প্রকাশ হয়েছে। এরমধ্যে ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের মার্চ হতে ২০২০ সালের সেপ্টেম্বরের ৮ তারিখ পর্যন্ত, গলহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। উনার শিক্ষকতা পেশায়, নেশা হিসেবে কর্মরত জীবন পাড় করতে এবং নিষ্ঠার সাথে কাজ করতে একটুও কমতি নেই পেশাগত জীবনের। উনার হাতে গড়া এবং আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক ছাত্র-ছাত্রী দেশের উচ্চপর্যায় চাকরির জীবন লাভ করতে দেখা গেছে । মানুষ গড়ার কারিগর বিধান চন্দ্র তালুকদার একজন পরিচ্ছন্ন শিক্ষকের মানসিকতা নিয়েই বাকী সময়টা পার করতে চান।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের যৌথ স্বাক্ষরে উপজেলা পর্যায়ে ইভেন্ট ও গ্রুপ ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী সহ অন্যান্যেদের তালিকা প্রকাশ করা হয়। এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিধান চন্দ্র তালুকদারের নাম নির্বাচিত করা হয়। সোমবার ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়।