মুন্নি আক্তার,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে দলের দুই সদস্য প্রার্থীকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। দুই প্রার্থীকে নিয়ে দলের অভ্যন্তরে চলছে বিতণ্ডা।
আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে পটিয়ার হেভিওয়েট দুই আওয়ামী লীগ নেতা সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁরা হলেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী দেবব্রত দাশ দেবু। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদেরও সদস্য। অন্যজন উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন ফরিদ। তবে হুইপ সামশুল হকের সঙ্গে ফরিদের দূরত্ব থাকায় আওয়ামী লীগের নেতারা দুই পক্ষে সমর্থন দেওয়া নিয়ে বিভক্ত হয়ে পড়ছেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ‘দেবব্রত দাশ দেবু জেলা আওয়ামী লীগের সদস্য। আর শাহাদাত হোসেন ফরিদ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সে জন্য আমরা সিদ্ধান্তমতে ওপরের লেভেলের নেতা দেবুর সঙ্গে আছি।’
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।