শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না- মেয়র শেখ আ. রহমান

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

বর্তমান সময়ে দেখা যায় দুর্নীতি সমাজকে কলুসিত করছে। আপনারা কোন ভাবেই দুর্নীতি করবেন না। আপনারা দুর্নীতি হতে দেবেন না। আমি নাগরিক সেবারক্ষেত্রে কোন দুর্নীতির সুযোগ কাউকেও দেব না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্য পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান এসব কথা বলেন।

মোংলা পোর্ট পৌরসভার বিষয়ে তিনি বলেন, এ পৌরসভায় আমার জায়গা থেকে আমার পরিষদের কাউকে দুর্নীতি করতে দেব না। অপরাধ-দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই চিহ্নিত করা হবে।

পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের উদ্যেশ্যে তিনি বলেন, ভুলে যাবেন না, আপনারা জনগণের করের টাকায় বেতন নেন। আমি সবাইকে নিয়ে একটি পরিচ্ছন্ন শহর গড়তে চাই।

এর আগে সকাল ১১টায় “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ স্লোগানে মোংলা পোর্ট পৌরসভা আয়োজনে পৌর কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় পৌর নির্বাহি কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, জি এম আল আমিন, জাহানারা হোসেন, জোহরা বেগম, পৌর কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।