মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে প্রবেশের প্রধান সড়কের ইমামগঞ্জ গ্রামীন ব্যাংক মোড় থেকে বাসাইল বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে আছে। এতে করে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ইউনিয়নটির প্রধান সড়কসহ বেশ কয়েকটি শাখা সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় থাকতে দেখা গেলেও ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্যদের কেউই সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি। এমনকি এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সিরাজদিখান-নিমতলা সড়কের ইমামগঞ্জ গ্রামীণ ব্যাংক মোড় থেকে বাসাইল ব্রিজ পর্যন্ত বাসাইল ইউনিয়নে প্রবেশের প্রধান সড়ক দিয়ে জণসাধারণের যাতায়াতের মোটামুটি উপযোগী থাকলেও বাসাইল বাজার থেকে গুয়াখোলা বাগবাড়ি কবরস্থান পর্যন্ত প্রায় আড়ায় কিলোমিটার রাস্তা একেবারেই নাযেহাল হয়ে পরেছে। বাসাইল গ্রামে প্রবেশের একমাত্র রাস্তার বাসাইল বাজার থেকে গুয়াখোলা বাগবাড়ি কবরস্থান পর্যন্ত প্রায় আড়ায় কিলোমিটার রাস্তাটি প্রায় দেড় বছর পূবে সংস্কারের কাজ ধরা হয়। খুরিয়ে খুরিয়ে রাস্তাটির সংস্কার তথা ইট সলিং করা হলেও প্রায় পাঁচ মাস ধরে তৃতীয় বারের মত সংস্কার কাজ বন্ধ থাকায় সংস্কার শেষ হওয়ার আগেই সংস্কারের যোগ্য হয়ে উঠছে। সংস্কার কাজ বন্ধ থাকায় রাস্তাটির বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলসহ জনসাধারণের চলাচলে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নটির হাজারো মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় দেড় বছর পূর্বে সড়কটির সংস্কার কাজের জন্য এস সরকার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হলে সড়কটির সংস্কার কাজ কচ্ছপ গতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া ইউনিয়নের বেশ কয়েকটি শাখা রাস্তা সংস্কার অভাবে বেহাল অবস্থায় পরে থাকতে লক্ষ্য করা যায়। স্থানীয়রা ইউনিয়নে প্রবেশের প্রধান সড়কসহ ইউনিয়নের অন্যান্য শাখা রাস্তাসমূহ অতি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন। বাসাইল গ্রামের বাসিন্দা মোঃ তুষার নামে এক যুবক বলেন, প্রায় দেড় বছর ধরে আমাদের এ রাস্তাটি সংস্কারের নামে নাটক করার কাণে এলাকার লোকজনের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে তিন তিন বার কাজ বন্ধ করে রাখার কারণে রাস্তার মাঝখানে বড় গর্ত হয়ে গেছে। চেয়ারম্যান মেম্বাররা আমাদের ভোটে পাশ করে ঠিক কিন্তু নির্বাচন গেলে আর তাদের খবর থাকে না। বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ বলেন, রাস্তা ঠিক নাই তা আমি কি করবো? যারা করার তারাই রাস্তা ঠিক করবে! ঠিকাদারী প্রতিষ্ঠান এস সরকার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ রন্টু বলেন, সরকার থেকে ফান্ড ছিলো না। তাই কাজ বন্ধ ছিলো। শিঘ্রই ফান্ড আসবে এবং ইট আসলে কাজ ধরবো। সরকার টাকা না দিলে কাজ করা যায় বলেন? এ ব্যপারে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ক্যাপশনঃ
দেড় বছরে তিন বার সংস্কার কাজ বন্ধ, কাজ বন্ধ থাকায় সংস্কার শেষ হওয়ার আগেই সংস্কারের যোগ্য হয়ে উঠছে বাসাইল বাজার-গুয়াখোলা বাগবাড়ি কবরস্থান পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।