দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান,
পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
এসময় আসন্ন দূর্গাপুজা ও জাতীয় নির্বাচনকে ঘিরে কোন রকম শান্তি শৃঙ্খলা নষ্ট না হয় সেব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। পারুলিয়া ইউনিয়নের নোড়া, চালতেলা, পলগাঁদা সহ আশেপাশের এলাকায় মৎস্যঘেরে ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। মসজিদে মসজিদে খুতবা পরবর্তী সন্ত্রাস, জঙ্গী, নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা রাখতে ইমামদের নির্দেশ প্রদান, বাল্য বিবাহ, যৌতুক, মানবপাচার, চোরাচালান শুন্যের কোঠায় আনতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দূর্ঘটনা এড়াতে রাস্তার পাশে মরা ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেগুলো কেটে উপজেলা প্রশাসনের নিকট জমা দেওয়ার কথা জানান নির্বাহী কর্মকর্তা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।