দেবহাটা প্রতিনিধি:
বর্তমান করোনাকালীন পরিস্থিতি ও সচেতনতা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দেবহাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের উদ্যোগে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহযোগিতায়, উত্তরণ এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত থেকে বিষয় ভিক্তিক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে প্রোজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল ও পাবলিক হেলথ কো-অডিনেটর রাইয়ান কবির, উত্তরণ এর পক্ষে প্রোজেক্ট অফিসার আবু এমরান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ বক্তব্য দেন। উক্ত কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক অংশগ্রহণ করেন। ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ও হাইজিন সামগ্রী বিতরণ, সচেতনতামূলক মাইকিং প্রচারনা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন-প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গ্রুপে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।