মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটার কৃতি সন্তান কাওছার আহম্মেদ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক অর্জণ করার শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। কাওছার আহম্মেদ দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের এসএসসি-১৯৮৬ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। সাম্প্রতিক এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনিত হন তিনি। তাঁর কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম সেবা- ২০২৪)পদকে ভ‚ষিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাবির আহমেদ সহ-সভাপতি ডা: আব্দুল লতিফ, ডা: দেবপ্রসাদ মন্ডল, মো: আনোয়ারুল হক, ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস লাভলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আলী ও সৈয়দ রেজাউল করিম প্রমুখ। কাওছার আহম্মেদ বর্তমানে সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত আছেন।
দেবহাটায় মানব পাচারকারী সহ ২ আসামী গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে নারী মানব পাচারকারী ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত মোট ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ৪টি মানব পাচার মামলার আসামী রয়েছেন এক নারী এবং জিআর ওয়ারেন্ট ভুক্ত আরও এক আসামী। আটককৃত মানব পাচার মামলা আসামী হলেন দক্ষিন কোমরপুরের বিল্লাল হোসেনের স্ত্রী রাজিয়া খাতুন। তার বিরুদ্ধে রয়েছে ৪টি মানব পাচার মামলা। এছাড়া ওয়ারেন্ট ভূক্ত আসামী উত্তর কোমরপুরের মৃত আব্দুল গফুর মোড়লের ছেলে আরাফাত মোড়ল। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, এসআই শোভন দাশ, এএসআই জাহিদুর রহমান, এএসআই আব্দুর রহামান অভিযান পরিচালনা করে ওই ২ আসামীকে গ্রেফতার করে।
দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিকে একজন নারী মানব পাচারকারী ও একজন ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।