দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দেবহাটার কোমরপুরে কার্পেটিং রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উক্ত সংস্কার কাজ পরিদর্শন করে বন্ধ করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শাখরা ব্রিজ হতে কুলিয়া ইউপি চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন সড়কটি সংস্কার কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদার আমান রাস্তার এজিং (সাইড) এ নি¤œ মানের ইট ব্যবহার করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজকে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভাল মানের ইট দিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। কিন্তু তার একদিন পরে ওই ঠিকাদার কোন কথার তোয়াক্কা না করে পুরোদমে কাজ শুরু করেন। এসময় স্থানীয়রা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে জানান। পরে বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সেখানে পৌঁছে সংস্কারে ব্যবহৃত ইটের মান খারাপের বিষয়টির সত্যতা মেলে। এঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজ বন্ধ রেখে সঠিক মানের ইট ব্যবহার করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রকৌশলী সাইফ হাসান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।