শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেবহাটার নওয়াপাড়ায় যুবলীগের ধানকাটা কর্মসূচি পালন

দেবহাটা প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

দেবহাটা প্রতিনিধিঃ

 

অসহায় কৃষকের সহায়তায় দেশব্যাপী যুবলীগের ধানকাটা কর্মসূচি পালন করেছেন উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা। রবিবার (৩০ এপ্রিল) কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের লিখিত নির্দেশ মোতাবেক এবং নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর পরামর্শক্রমে উক্ত ধানকাটা কর্মসূচি পালিত হয়।
নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের নেতৃত্বে যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম, আব্দুল হামিদ, সদস্য বাপ্পা ঘোষ, সমীর ঘোষ, মোহাম্মদ তৌহিদদিন মোহাম্মদ, মনিরুজ্জামান, মোহাম্মদ মামুন মোড়ল, মোহাম্মদ আইয়ুব হোসেন, বাপি নাগ, শেখ আবুল হোসেন, শেখ আব্দুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম, শেখ কাওসার আলী, বাবুলাল ঘোষ, সনজিত কর্মকার, চিরঞ্জিত ঘোষ, তাপস ঘোষ, ঝন্টু সরকার, তারক সরকার, শেখ শামীম হোসেন, শেখ নজরুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা ধানকাটায় অংশ নেন।
এ সময় গ্রাম হাদিপুর ৫ নম্বর ওয়ার্ডের গরিব, অসহায় কৃষক শেখ হাসান আলি এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন যুবলীগ নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় চলতি বোর মৌসুমে ধানের বাম্পার ফলনে শ্রমিক সংকট দেখা দেয়। এমনকি তীব্র গরম, অর্থিক সংকট, অতিবৃষ্টি সহ নানা সমস্যায় পড়েন কৃষক। তাই এসব অসহায় কৃষকের পাশে দাঁড়াতে প্রধান মন্ত্রী নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় সারাদেশের যুবলীগের নেতাকর্মীদের কৃষক সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে কৃষকের ধানকাটা, মাড়াই করে ঘরে তোলা কর্মসূচি পালিত হচ্ছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।