দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার পদে ঢাকা ডিসি অফিসের তাসনীম জাহানকে নিযুক্ত করা হয়েছে। আগামী রবিবার দেবহাটা উপজেলায় প্রথম ইউএনও হিসাবে কর্মস্থলে যোগদান করবেন তিনি। তাসনীম জাহান ৩৫ তম বিসিএস এর ক্যাডার। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। বদলি আদেশ পেয়ে বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন তিনি। রবিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করবেন এবং ইউএনও হিসাবে প্রথম দায়িত্ব গ্রহন করবেন তিনি। তাসনীম জাহান চট্রগ্রামের বাসিন্দা । এদিকে পদন্নতি প্রাপ্ত হয়ে গত মাসে দেবহাটার সাবেক নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বদলী হওয়ার পর থেকে সহকারী কমিশনার রিফাতুল ইসলাম নির্বাহী অফিসারের রুটিন দায়িত্ব পালন করে আসছে ।