দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। কুলিয়া ইউনিয়নে ৫৪১ জনকে এ চাউল প্রদান কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুল হান্নান, গোলাম রব্বানী, আবু সাঈদ, মোশারফ হোসেন, প্রেম কুমার, বিধান চন্দ্র সরকার, প্রভাষ চন্দ্র মন্ডল, ফতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রানী।
সখিপুর ইউনিয়নের ৩৮৪ জনের মাঝে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেসুর রহমান মোখলেস, নুর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন প্রমুখ।
নওয়াপাড়া ইউনিয়নে ৫২৫ জনের মাঝে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগার আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্লাহ গাজী আসমান, শওকাত হোসেন, মাহামুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম, ফরিদা পারভীন, খাদিজা পারভীন, রাহিলা পারভীন প্রমুখ।
দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৩০৩ জনের মাঝে চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ইউপি সচিব খালিদ হাসান, ট্যাগ অফিসার মহতোষ কর্মকার, ইউপি সদস্য নুর হোসেন, আব্দুল জলিল, আবুল খায়ের, শরিফুল ইসলাম মোল্যা, কামাল হোসেন, মাহাবুবুর রহমান বাবলু, রফিকুল ইসলাম মন্টু, আব্দুল হাই, রেহানা খাতুন, জাহানার বেগম প্রমুখ।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার ৪টি ইউনিয়নে ১৭৫৩ জনের মাঝে ১০ কেজি হারে এ চাউল প্রদান করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬০৪ জনের মাঝে এ চাউল প্রদান করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।